Friday, October 8, 2010

পুরুষের হস্তমৈথুন


পৃথিবীব্যাপী প্রায় ৮৫ ভাগ পুরুষ প্রতিনিয়ত হস্তমৈথুনের সাথে জড়িত । হস্তমৈথুন এক প্রকার যৌন আনন্দ লাভকারী পদ্ধতি । পুরুষ তার নিজের লিঙ্গ নিজেই স্পর্শের দ্বারা উক্তেজিত করে তোলে এবং বীর্যপাত ঘটায় । এটি হলো হস্তমৈথুন । হস্তমৈথুনকে স্বমেহন বলা চলে। তবে স্বমেহন নারীর ক্ষেত্রে বেশি প্রযোজ্য এবং মানানসই শব্দ। হস্তমৈথুন প্রাক কৈশোরকালীন সময়ে শুরু হয় । অবশ্য মনোদৈহিক নানা কারনে অনেকে হস্তমৈথুন করে থাকে । যেমন অনেক বিপত্নীক পুরুষ যৌন ইচ্ছা অবদমনের জন্য হস্তমৈথুনের সাহায্য নেয় । আবার অনেকে পুরুষ যৌনমিলনের পরিপূর্ণ তৃপ্তি না পেয়ে নিজে নিজেই যৌন আনন্দ পাবার জন্য হস্তমৈথুন করে থাকে। আর কৈশোরকালীন সময়ে শারীরিক ভাল লাগার বাসনায় ছেলেরা হস্তমৈথুন করে থাকে

No comments:

Post a Comment