Friday, October 8, 2010

ভালোবাসা কি?

 
ভালোবাসাকে সংজ্ঞায়িত করা কঠিন।একে কিভাবে মোহ ও যৌনকামনা থেকে পৃথক করা যায় ? দার্শনিক ও মনোবিজ্ঞানীগণ ভালোবাসাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন অথবা ন্যূনতম মোহ ও যৌন কামনা থেকে ভালোবাসাকে পৃথক করেছেন । যদি তুমি ভালোবাসার সংজ্ঞা খুঁজতে চাও, তবে নিচের অনুচ্ছেদটি তোমাকে সাহায্য করবে ।

১ . ভালোবাসার আভিধানিক অর্থ । বিভিন্ন ভাবে অভিধানে ভালোবাসাকে সংজ্ঞায়িত করা হয়েছে । ভালোবাসা হলো :
  • একটি জোরালো আবেগ, অনুরাগ বা সুখানুভব। যেমন, কাজের প্রতি ভালোবাসা।
  • কোন বস্তুর প্রতি উষ্ণ আবেগ বা মনোনিবেশ করা বা পছন্দ করা। যেমন, আমি বাংলাদেশী খাবার ভালোবাসি।
  • প্রিয় ব্যক্তি বা প্রিয়জনের প্রতি স্নেহ আদর কোমলতা প্রকাশে।   
  • যৌন আকাঙ্খা বা আবেগের গভীর অনুভূতি। যেমন, সে তার স্বামীকে ভালোবাসে।
  • যৌন ভালোবাসা। দুজন ব্যক্তির মধ্যে যৌন মিলন, সহবাস।

২. গ্রীকরা ভালোবাসাকে চার ধাপে  সংজ্ঞায়িত করেছে।
  • Agape হলো শর্তহীন ভালোবাসা। যেমন, সৃষ্টিকর্তা আমাদের ত্রুটিসহ আমাদের ভালোবাসেন।
  • Phi Leo হলো সেই ভালোবাসা যা আমাদের পছন্দ বা স্বাস্থকর বা অস্বাস্থকর প্রয়োজন বা আশক্তি দ্বারা আকৃষ্ট।
  • Storge হলো পারিবারিক ভালোবাসা। অনেক সময় বন্ধুত্বটাও এই ভালোবাসার মধ্যে পড়ে ।
  • Eros হলো শারিরীক যৌন আকাঙ্খা।

৩. মনোবিজ্ঞানীরা ভালোবাসাকে তিনটি পর্যায়ে ফেলেছেন।
  • তীব্র অনুভূতি: যা থেকে শারিরীক আকাঙ্খা তৈরী হয়।
  • অন্তরঙ্গতা: যা থেকে একে অপরের কাছে আসা।
  • অঙ্গীকার: যেখানে সিদ্ধান্ত নেয়া হয়, আমরা ভালোবাসি।

৪. বলা হয় যে, ঈশ্বরের সবচেয়ে মহান এবং জটিল সৃষ্টি হচ্ছে ভালোবাসা; এমনকি ঈশ্বরই ভালোবাসা।
৫. ভালোবাসা শুধুই একটি অনুভূতি নয়, এটা এক সক্ষমতা ।  
৬. নিজের মত করেও ভালোবাসাকে সংজ্ঞায়িত করা যায়। এজন্য ভালোবসা সম্পর্কে তোমার আবেগ এবং ভাবনা প্রথমে চিহ্নিত কর এবং লিখে রাখ । কারো প্রতি ভালোবাসার মুহুর্তটিতে সর্তক  থাকো।

1 comment:

  1. যা থেকে শারিরীক আকাঙ্খা তৈরী হয় www.sexamar.blogspot.com

    ReplyDelete